সেক্টর নং | সেক্টর/এলাকা | দায়িত্বপ্রাপ্ত কমান্ডার |
---|---|---|
সেক্টর ১ | চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত। | মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন) মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)। |
সেক্টর ২ | নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। | মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)। |
সেক্টর ৩ | আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ও ঢাকা জেলার অংশবিশেষ। | মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) মেজর কাজী নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)। |
সেক্টর ৪ | সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাইউকি সড়ক। | মেজর সি আর দত্ত। |
সেক্টর ৫ | সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট ডাইউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল। | মেজর মীর শওকত আলী। |
সেক্টর ৬ | ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও। | উইং কমান্ডার বাশার। |
সেক্টর ৭ | সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা। | মেজর কাজী নুরুজ্জামান। |
সেক্টর ৮ | সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। | মেজর আবু ওসমান চৌধুরী (অক্টোবর পর্যন্ত) মেজর এম. এ মনছুর (আগস্ট-ডিসেম্বর)। |
সেক্টর ৯ | সাতক্ষীরা দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। | মেজর আবদুল জলিল(এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত) এম. এ. মঞ্জুর (অতিরিক্ত দায়িত্ব)। |
সেক্টর ১০ | অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা। | মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ-কমান্ডারগণ। |
সেক্টর ১১ | কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল। | মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর) ফ্লাইট লেঃ এম হামিদুল্লাহ(৩ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত)। |
মোট সাব-সেক্টর = ৬৪ টি
সেক্টর নং | হেড কোয়ার্টার | সাব-সেক্টর |
---|---|---|
সেক্টর ১ | হরিনা | ৫টি (ঋষিমুখ, শ্রীনগর, মনুঘাট, তবলছড়ি এবং ডিমাগিরী)। |
সেক্টর ২ | ৬টি (গঙ্গাসাগর, আখাউড়া ও কসবা, মন্দবাগ, সালদানদী, মালিগর নির্ভয়পুর এবং রাজনগর)। | |
সেক্টর ৩ | হেজামারাতে | ১০টি (আশ্রমবাড়ি, বাঘাইবাড়ি, হাতকাটা, সিমলা, পঞ্চবটী, মনতলা, বিজয় নগর, কালাছড়া, কলকলিয়া এবং বামুটিয়া)। |
সেক্টর ৪ | (প্রথমে) করিমগঞ্জ (পরে) নাসিমপুর | ৬টি (জালালপুর, বড়পুঞ্জী আমলাসিদ, কুকিতলা, কৈলাশ শহর এবং কমলাপুর)। |
সেক্টর ৫ | বাঁশতলা | ৬টি (মুক্তাপুর, ডাউকি, শেলা, ভােলাগঞ্জ বালাট এবং বড়ছড়া)। |
সেক্টর ৬ | বুড়িমারি (পাটগ্রামের নিকট) | ৫টি (উজানপুর, পাটগ্রাম, সাহেবগঞ্জ, মোগলহাট এবং চিলাহাটি)। |
সেক্টর ৭ | তরঙ্গপুর | ৮টি (মালন, তপান, মেহেদীপুর, হামজাপুর, আংশিনাবাদ, ভোলাহাট ঠোকারাবাড়ি এবং লালগোলা)। |
সেক্টর ৮ | বেনাপোল (হেড কোয়ার্টারের একটা বিরাট অংশ ছিল ভারতের কল্যাণী শহরে) | ৭টি (বয়রা, হাকিমপুর, ভোেমরা, লালবাজার, বানপুর, বেনাপোল এবং শিকারপুর)। |
সেক্টর ৯ | ৩টি (টাকি, হিঙ্গলগঞ্জ ও শমসের নগর)। | |
সেক্টর ১০ | নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না। কোন হেড কোয়ার্টার এবং সাব-সেক্টর ছিল না। | |
সেক্টর ১১ | মহেন্দ্রগঞ্জ | ৮টি। মানকারচর, মহেন্দগঞ্জ, পুরাখাসিয়া, তালু, রংরা, শিববাড়ি, বাগমারা। এবং মহেশখালী। |